গণতন্ত্র

লিখেছেন লিখেছেন জহির উল হক ০৭ জুন, ২০১৩, ০৯:০৬:৫৬ রাত

গণতন্ত্র ছাদ হয়ে মানুষের উপর ভেঙ্গে পড়ে ।

গণতন্ত্র গুলি হয়ে বুকের মাঝে বিধে ।

গণতন্ত্র লাশ হয়ে হয়ে রাস্তায় পড়ে থাকে ।

গণতন্ত্র পুলিশের বুটের নিচে বাস করে ।

গণতন্ত্র রাতের অন্ধকারে হায়েনা রূপে নিরস্ত্র মুসলিমের উপর ঝাপিয়ে পড়ে ।

গণতন্ত্র ক্ষমতার লোভে গণ কবর সৃষ্টি করে ।

গণতন্ত্র এখন জগণ্যতন্ত্র হয়ে মানুষকে শোষণ করে l

গণতন্ত্র এখন জালেম হয়ে আলেম ভক্ষণ করে ।

গণতন্ত্র এখন চেতনা হয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করে ।

গণতন্ত্র এখন অন্যায়কে ন্যায় বানিয়ে সুশীলরা চাটে ।

গণতন্ত্র এখন মানুষের চোখের জল হয়ে গড়িয়ে পড়ে l

গণতন্ত্র এখন স্বৈরাচারের ঢাল হয়ে মানুষের রক্ত শোষে ।

গণতন্ত্র দুর্নীতি হয়ে দেশকে তলাবিহীন ঝুড়ি বানায় ।

গণতন্ত্র রিমান্ডে পাঠিয়ে নির্যাতন করে ।

গণতন্ত্র গলা টিপে ধরে বাকরুদ্ধ করে ।

বিষয়: রাজনীতি

৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File